• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পাটজাত মোড়ক আইন ভঙ্গ করার অটোরাইসমিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা

  • ''
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২৩

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় পণ্যে পাটজাত মোড়ক আইন ভঙ্গ করার দায়ে ‘মেসার্স সালভি অটোরাইসমিলে ‘  মালিক মো. ওয়ায়েজ কুরনি খান চৌধুরিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৪ অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার এই দন্ডাদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, ডিমলা থানার পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাট অধিদপ্তর সুত্র জানায়, হাইকোটের নির্দেশনা অনুযায়ী মোট ১৯ টি পণ্যে বাদ্যতামুলক পাটের মোড়ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। এরমধ্যে ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, আটা, ময়দা, তুঁশ, ক্ষুদ, কুঁড়া, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ডাল,পোল্ট্রিফিড ও ফিস ফিড এই জাতীয় পণ্য।

নীলফামারী পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান জানান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাদ্যতামুলক ব্যবহার আইন ২০১০ সুষ্টুভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেক মাসে ৮-১০টি এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এরাই ধারাবাহিকতায় আজ বুধবার ডিমলার সরদার হাটে ‘মেসার্স সালভি অটোরাইসমিলের’ জরিমানা করা হয়।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘অত্যাবশকীয় পণ্যবিধি ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাদ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ নং ধারায় ‘মেসার্স সালভি অটোরাইসমিলের’ মালিক ওয়ায়েজ কুরনিকে ওই পরিমান অর্থদন্ড (২০ হাজার) করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads